বৃষ্টিজনিত ব্যাপার স্যাপার ০১

গুলশান, ঢাকা

০১
সেই কবে থেমে গেছে দিন ও রাত
তুমি আমি ভুলে গেছি ভালোবাসাবাসি,
আমরা কতোকাল ধরিনি পরস্পরের হাত,
অনুভূতি পঁচে পঁচে হয়ে গেছে বাসি।

তুমুল ঝড় এবং তার চেয়ে বৃষ্টি তুমুল
ধুয়ে মুছে দিয়েছে শ্বাস ও শরীরের ঘ্রাণ,
কার ঠোঁটে পড়েছে কবে কার চুমু
আমরা তা ভুলে গেছি, চেষ্টায় আপ্রাণ।

বিষাদে বিরহে বয়ে গেছে হাওয়া
আঙুলের ফাঁকে নিকোটিন বেঁধেছে ঘর,
হতে হতে হয়নি পূরণ একটাও চাওয়া
দিন শেষে তুমি আমি অচেনা পরস্পর।

তবু আজও পথ ভুলে বৃষ্টি এলে নেমে
জেগে উঠি আমরা পঁচে যাওয়া প্রেমে।

Comments