পান্থপথ, ঢাকা
সীমারেখা টানা আছে
জানা আছে পথ গেছে কতো দূর,
তোমাকেই সাথে নেবো
সাথে নেবো বিরহের সুর...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
ডানে বায়ে রাখা চোখ
আঁকা আছে পথ শেষে দাগ,
একদিন মুছে যাবো তুমি আমি
তার আগে ভালোবাসা হবে শতভাগ...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
দেওয়া কথা রেখো তুমি
দেখো তুমি আমিও রাখবো কথা,
তারপর আর কোনো ভয়তো নেই
থাকবো ভেঙে সব নিয়ম ও প্রথা...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
সুর ও কণ্ঠ: লুৎফর হাসান
মিউজিক: এসকে সমীর
অ্যালবাম: হারিয়েছি মন, ২০১৪, ঈগল মিউজিক
লেখার সময়: জুন ২০১৪
শুনতে ক্লিক করুন।
সীমারেখা টানা আছে
জানা আছে পথ গেছে কতো দূর,
তোমাকেই সাথে নেবো
সাথে নেবো বিরহের সুর...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
ডানে বায়ে রাখা চোখ
আঁকা আছে পথ শেষে দাগ,
একদিন মুছে যাবো তুমি আমি
তার আগে ভালোবাসা হবে শতভাগ...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
দেওয়া কথা রেখো তুমি
দেখো তুমি আমিও রাখবো কথা,
তারপর আর কোনো ভয়তো নেই
থাকবো ভেঙে সব নিয়ম ও প্রথা...
তুমি হাত ধরো, সামনে দাঁড়াও,
একবার ভরসায় বুকে জড়াও...
সুর ও কণ্ঠ: লুৎফর হাসান
মিউজিক: এসকে সমীর
অ্যালবাম: হারিয়েছি মন, ২০১৪, ঈগল মিউজিক
লেখার সময়: জুন ২০১৪
শুনতে ক্লিক করুন।
Comments
Post a Comment