বিবেকের কবিতা ০১

২ মার্চ, ২০১৫, গুলশান, ঢাকা

তোমরা তো যা খুশি বলো ও করো।
কথার ছুরিতে কাটাকুটি করো হৃদয়ে।
তোমাদের কাছে নিজের কথাই বড়।
ভাবো না, এসব সবাই নিবে না সয়ে।

কথা বলার স্বাধীনতা আছে, জানি।
আঘাত করার অধিকার কে দিলো?
আমরা তো কোনো দিন আঘাত করিনি;
তবে তোমাদেরটা সইবো কেনো বলো?

তোমরা যা বিশ্বাস করো, আমরা তাতে-
ছিটিয়ে দিয়েছি আঘাত দেওয়ার কথা?
ছুরি উঠে গেছে নির্বোধ কারো হাতে,
তারা জানে না, সয় কিভাবে আঘাতের ব্যথা।

আমরা মানুষ, শান্ত, তোমরাও জানি তাই,
চলো শান্ত থাকি, উসকানি দিয়ো না ভাই।

Comments