বৃষ্টিজনিত ব্যাপার স্যাপার ০২

পান্থপথ, ঢাকা

হঠাৎ অবেলায় ঘুম ভেঙে গেলে
চেনা কণ্ঠস্বর ভেসে আসে কানে,
ভেদ করে আড়াল, নরম তোয়ালে
টালমাটাল পৃথিবী অবেলার গানে।

মুখর বর্ষণ শেষে, না হলে দেখা,
পুরোনো অভিমান মেলে দেয় ডানা।
অথচ এক শতাব্দী ধরে একলা থাকা
সে খবর, মন আজও জানলো না।

অভিমান করা মানায় না আর
অভিমানে কী হয় না হয়, কে জানে?
কতো অভিমান- অনুযোগের জোয়ার
অবজ্ঞায় ওড়ে গেলো আসমানে।

তারপরও অবেলায় বৃষ্টি নেমে এলে
কিছু হাওয়া জমে যায় অভিমানের গালে।

Comments