চুপিসারে

পান্থপথ, ঢাকা

তোমার নামে চুপিসারে
কোন সুদূরে যায় যে উড়ে রাত,
তোমার নামে আকাশ ছেড়ে
ধুলোর পথে আসে নেমে চাঁদ।

আসো না ফিরে আসো না,
ফাগুন রঙে ভালো বাসো না...

তোমার নামে দখিন হাওয়া
মনের ভুলে যায় যে বয়ে পূবে,
তোমার নামে আকাশ নীলে
মনটা আমার পাগল হয়ে ডুবে...

তোমার নামে হাজার পাখি
মেলে ডানা ছাড়ে বাড়ি ঘর,
তোমার নামে শান্ত হয়ে
যায় গো থেমে বিষাদ-হাওয়ার ঝড়...

সুর: লুৎফর হাসান
মিউজিক: রানা আখন্দ
কণ্ঠ: নওরিন
অ্যালবাম: চুপিসারে, ২০১৫, ঈগল মিউজিক
লেখার সময়: (মনে নেই)

শুনতে ক্লিক করুন।

Comments