যাচ্ছি কোথায়

বুধবার, পান্থপথ

একমুখী স্রোতের মতো ভালোবাসা এগোচ্ছে।
যাচ্ছে কোথায় জানি না। যাওয়ার কথাই বা কোথায়,
সেটাও জানা নেই। 
ঠিক এভাবে গড়িয়ে চলা, নিষ্প্রাণ ভালোবাসাবাসি
আমি চাইনি। তবুও এখানেই আমার মাথা গুজে দিতে হয়,
মুখ ডুবিয়ে দিতে হয়; আমি ভালোবাসার আজন্ম পাগল এক।

তোমার সাথে আমার ব্যবধানটা অনেক বড়,
ভালোবাসার স্রোতটাকে ক্রমেই মনে হচ্ছে ভুল।
প্রতিবার প্রেমে পড়ে, ভালোবাসার ঘ্রাণ নিতে গিয়ে
আমি আরো বড় ভুল করে বসি!
এই ভুল করার জন্যই যেনো জন্ম আমার।

Comments