জুন কেটেছে বিরহে- নিরানন্দে
জুলাইও গোটাচ্ছে, যা ছিলো সব,
বর্ষা আর ফেরে না চেনা ছন্দে
হৃদয়ের দুই কোণে কান্নার উৎসব।
সিট ভাঙা আন্তনগরের বাসে
শেষ প্রেম ফিরে গেছে জীর্ণতা নিয়ে,
পাশ ছুঁয়ে এখন কে যায় কে আসে
চোখে তা পড়ে না, পুরোনো সংশয়ে।
জ্বরের ঠোঁট উঠেছে ফুলে- ফেপে
কপালে পুড়ছে নরম স্মৃতির দাগ,
বৃষ্টিরা আজ কথা বলে মেপে মেপে
বদলে গেছে প্রেম, প্রেমের অনুরাগ।
জুলাইও গোটাচ্ছে, যা ছিলো সব,
বর্ষা আর ফেরে না চেনা ছন্দে
হৃদয়ের দুই কোণে কান্নার উৎসব।
সিট ভাঙা আন্তনগরের বাসে
শেষ প্রেম ফিরে গেছে জীর্ণতা নিয়ে,
পাশ ছুঁয়ে এখন কে যায় কে আসে
চোখে তা পড়ে না, পুরোনো সংশয়ে।
জ্বরের ঠোঁট উঠেছে ফুলে- ফেপে
কপালে পুড়ছে নরম স্মৃতির দাগ,
বৃষ্টিরা আজ কথা বলে মেপে মেপে
বদলে গেছে প্রেম, প্রেমের অনুরাগ।
Comments
Post a Comment