জানি তোমার সকালগুলো

কবে লিখেছিলাম মনে নেই। খুব সম্ভবত ২০১২ সালের জুন- জুলাইয়ে। তখন ঘরে বাইরে বিরহ। তখন ঘরে বাইরে একজন 'তুমি'র সঙ্গে আমার আকাশ- পাতাল পার্থক্য। এতো এতো পার্থক্যের পরও মন পড়ে থাকে তার কাছে। সেই 'তুমি'টা বাস্তব কেউ, নাকি একটা অদ্ভুত ফ্যান্টাসি, সেটা আমি জানি না। তার আর আমার পার্থক্য, তার আর আমার ব্যবধানে গল্পটাই আছে এই গানে।

সকালগুলো

জানি তোমার সকালগুলো অন্যরকম
হাত বাড়ালেই হাত ছুঁয়ে দেয় রোদ,
আমার সকাল জল-কুয়াশায় মোড়া
ভোরের হাওয়ায় বিষাদ অবরোধ...
খোলা চুলে ওড়ো তুমি সকাল নেমে এলে,
আমার সকাল ডুবে থাকে কুয়াশা আর জলে...

জানি তোমার দুপুর সবই রঙিন
তুমিই তাতে হাজার রকম রঙ ছড়িয়ে দাও,
আমার দুপুর ডুবে ঘামের জলে
উলট পালট ঘুরতে থাকে মন পবনের নাও...
দুপুর হলেই রঙিন পাখায় উড়তে থাকো তুমি,
আমার দুপুর ধূসর আলোয় বিষাদ মরুভূমী...

জানি তোমার সন্ধ্যায় নরম আলো
তোমার পায়ে সন্ধ্যাগুলো ঝলোমলো,
আমার সন্ধ্যা ভীষণ একা নদীর মতো
বুকের ভিতর ব্যাথার ঢেউ করে টলমলো।
সন্ধ্যা হলেই রঙিন আলোয় ভাসতে থাকো তুমি,
আমার সন্ধ্যা অন্ধকারে নিকষ বধ্যভূমী...

সূর ও সঙ্গীত: অমিত
কণ্ঠ: শায়ক শান
লিরিক: সাইফ হাসনাত
অ্যালবাম: প্রেম মানে না কাঁটাতার
লেবেল: অগ্নিবীণা (২০১৬)

শুনতে ক্লিক করুন।

Comments