'কিছু তিমির গিলবে আমায় সন্ধ্যা নেমে এলে'- এই বাক্যটা মাথায় নিয়ে ঘুরছিলাম। গুলশান এক নম্বর থেকে পান্থপথ, বসুন্ধরা সিটি; একদিন এই লম্বা পথটা হেঁটে এলাম হাতিরঝিল দিয়ে। ২০১৫ সালের কোনো এক শীতের সন্ধ্যায়। দিন তারিখ মনে নেই। কেবল শীতের কথা মনে আছে। ওই বাক্যটা রেখে এটা লিখলাম হাঁটতে হাঁটতে।
কিছু বাতি নিভে যাবে
কিছু বাতি নিভে যাবে
কিছু উঠবে জ্বলে,
কিছু তিমির গিলবে আমায়;
সন্ধ্যা নেমে এলে..
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে...
কিছু কথা মুছে যাবে
কিছু বাজবে না আর,
কিছু কথায় থাকবে না চিহ্ন;
তোমার ও আমার...
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে..
কিছু স্মৃতি অচেনা হবে
কিছু ভুলে যাবে মন,
ভুলে যেতেই যেনো
পৃথিবীর সব আয়োজন...
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে...
সূর ও সঙ্গীত: অমিত
কণ্ঠ: খালেদ মুন্না
লিরিক: সাইফ হাসনাত
অ্যালবাম: প্রেম মানে না কাঁটাতার
লেবেল: অগ্নিবীণা (২০১৬)
শুনতে ক্লিক করুন।
কিছু বাতি নিভে যাবে
কিছু বাতি নিভে যাবে
কিছু উঠবে জ্বলে,
কিছু তিমির গিলবে আমায়;
সন্ধ্যা নেমে এলে..
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে...
কিছু কথা মুছে যাবে
কিছু বাজবে না আর,
কিছু কথায় থাকবে না চিহ্ন;
তোমার ও আমার...
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে..
কিছু স্মৃতি অচেনা হবে
কিছু ভুলে যাবে মন,
ভুলে যেতেই যেনো
পৃথিবীর সব আয়োজন...
তবু কখনো এক পায়ে
কখনো দুই-এ দাঁড়িয়ে,
তোমার জন্য প্রতীক্ষায়
যাবো বয়স বাড়িয়ে...
সূর ও সঙ্গীত: অমিত
কণ্ঠ: খালেদ মুন্না
লিরিক: সাইফ হাসনাত
অ্যালবাম: প্রেম মানে না কাঁটাতার
লেবেল: অগ্নিবীণা (২০১৬)
শুনতে ক্লিক করুন।
Comments
Post a Comment