ঝড়


কালেভদ্রে যৎসামান্য তীব্রতা পেয়েই
তুমুল ঝড়ে সব লণ্ডভণ্ড করে দিতে পারে যে হাওয়া,
সেই সব দক্ষিণা হাওয়া জানে-
তোমার টানে
আমার ছোটাছুটির তীব্রতা কতো বেশি।

হাওয়াদেরও নিশ্চয় টান থাকে কোনো সুদূরের,
না হলে এতোটা তীব্রতা কোত্থেকে আসে!

আমি ছুটে যাই ঠিকই
হাওয়াদের মতো-
তোমাকে দুমড়েমুচড়ে দেই প্রবল ঝঞ্ঝায়,
তোমার হাত-পা-মুখ থেতলে যায়,
তোমার কোঁকড়া চুল জড়িয়ে যায় আরও।

যেনো আমিও ঝড় হয়ে উঠি,
তাণ্ডব-হাওয়ার তীব্রতা নিয়ে পেরিয়ে যাই
তোমাকে এবং ফিরে ফিরে চাই। যদিও ঝড়েদের
ফিরে তাকানোর দায় নেই-
গোটা এক সভ্যতা গুঁড়িয়ে দেয়ার পরও।

অথচ ঝড় হওয়ার জন্য নয়; কবেকার এক
বর্ষার কাদাজলের পৃথিবীতে,
আমি নেমে এসেছিলাম কোনো এক অন্য কারণে।

প্রথম প্রকাশ জাগো নিউজ সাহিত্য।

Comments