হিসেব করলে কী হবে, না করলেই বা কী
ক্যালেন্ডারের পাতা নতুন হচ্ছে রোজ,
চাল-চলনে আমি আজও খুব সাবেকি
তোমার কাছে নেই আর আমার কোনো খোঁজ।
কবেকার বৃষ্টিতে ভিজেছে টিশার্ট আর মন
তুমি ভুলে গেছো, আমারও মনে নেই,
জীবন মূলত এটা ওটা আর বিরহযাপন
ইচ্ছে যা-ই হোক, বয়স কেটে যায় এভাবেই।
যদি তাকাও একবার মহাকালের দিকে
তুমি আমি নিছকই দুই নিরীহ আগন্তুক,
সময়ের কাছে আমরা বড়ই ফিকে
সেরে যাক আমাদের আত্মশ্লাঘার অসুখ।
তুমি ভালো আছো, আগেও যেমন ছিলে
আমারও হয়েছে ভালো থাকার অভ্যেস,
দেখা দিয়ো না কখনো ফেরার মিছিলে
বাকি থাকা প্রেম এই বর্ষায় হয়ে যাক শেষ।
ক্যালেন্ডারের পাতা নতুন হচ্ছে রোজ,
চাল-চলনে আমি আজও খুব সাবেকি
তোমার কাছে নেই আর আমার কোনো খোঁজ।
কবেকার বৃষ্টিতে ভিজেছে টিশার্ট আর মন
তুমি ভুলে গেছো, আমারও মনে নেই,
জীবন মূলত এটা ওটা আর বিরহযাপন
ইচ্ছে যা-ই হোক, বয়স কেটে যায় এভাবেই।
যদি তাকাও একবার মহাকালের দিকে
তুমি আমি নিছকই দুই নিরীহ আগন্তুক,
সময়ের কাছে আমরা বড়ই ফিকে
সেরে যাক আমাদের আত্মশ্লাঘার অসুখ।
তুমি ভালো আছো, আগেও যেমন ছিলে
আমারও হয়েছে ভালো থাকার অভ্যেস,
দেখা দিয়ো না কখনো ফেরার মিছিলে
বাকি থাকা প্রেম এই বর্ষায় হয়ে যাক শেষ।
Comments
Post a Comment