এই বর্ষায় ২


তুমি আমার সন্ধ্যাগুলো চেনো
জানো আমার অন্ধকারের কাব্য,
চুপটি করে থাকো তবে কেনো
আজকে রাতে এ সব কথা ভাববো।

আজকে রাতে ভীষণ প্রিয় সুরে
আকাশ যদি বৃষ্টি হয়ে ভাঙে
ডুববো আমি, যাবো ভেঙে চূড়ে
তোমার মনের অতলান্ত গাঙে।

তোমার মনে পাহাড়ও তো আছে
আছে পাথর সবুজ গাছের সারি,
সেই পাহাড়ের সবুজ সবুজ গাছে
বুনতে পারি হাজার হাজার বাড়ি।

বুনতে পারি গান-কবিতা সুরও
পারো যদি কণ্ঠে তুলে নিতে,
এই বরষার সন্ধা রাত আর ভোরও
ছুটি চলো সব রাঙিয়ে দিতে।

সব রাঙিয়ে আমরা যাবো শেষে
এই বরষার স্রোতধারায় মিশে।

Comments