যতো বেশিই হোক,
এক বর্ষার বৃষ্টি কতোটা আর
ভেজাতে পারে চোখ?
চোখের যা অভ্যাস-
এমনিতেই সে ভিজে থাকে
শত দিন বারো মাস।
এই বর্ষায় যদি
মহাসড়কও সব হয়ে যায়
একেকটা নদী;
তবু কিছু নেই চিন্তার
চোখ ভিজে যেতে পারে-
বলছে না গুগল ওয়েদার।
তাই অন্যবারের মতো
জানলা খুলে বৃষ্টিকে জানাই
দুই হাতে স্বাগত;
যদিও বা শেষে
এই বর্ষার বৃষ্টিতে ভিজে
চোখ চলে যায় ভেসে।
Comments
Post a Comment