লিখে যাচ্ছি লাইনের পর লাইন
মুছেও ফেলছি অনেক অনেক কথা,
মেঘের জন্য আইন বানানো নাই
বৃষ্টি পাঠাচ্ছে অপরাধের বারতা।
অপরাধ মানে তোমাকে মনে পড়া
অপরাধ মানে হাঁটাহাঁটি স্মৃতির পথে,
ঘরে ঘরে জানলার শাসন কড়া
চোখ রাখা যাচ্ছে শুধু আকাশে পেতে।
ছড়িয়ে আছো আকাশে আকাশে
আর ছায়া ফেলেছো মেঘ থেকে মেঘে,
সারাবেলা স্মৃতি কুড়িয়ে শেষে
অপরাধে নাম তুলছি বিষন্ন আবেগে।
আবেগ মানে সূতো ছিড়ে ওড়াউড়ি
আবেগ মানে আঁকড়ে ধরা তোমাকেই,
এই বর্ষায় বাড়ছে বৃষ্টির বাড়াবাড়ি
যদিও দিন শেষে তুমি বলে কেউ নেই।
Comments
Post a Comment