এই বর্ষায় ৬



খুব বৃষ্টি হচ্ছে আজকাল

ঠাণ্ডায় জড়সড় সব রাস্তা

এমন দিনেই জানলাজুড়ে স্মৃতিমেদুর হাওয়া।

খুব ঝাপসা অনেক দৃশ্য

কিছুতেই দেখা যাচ্ছে না

ভিড়ের ভেতর তোমার মতো কার আসা-যাওয়া।


এ গলি ও গলি জলমগ্ন

জলে ডুবে গেছে ছাদঘর

এমন দিনেই তোমার অভাব দিচ্ছে ভীষণ নাড়া।

এই ঝাপসা শহর বেয়ে

যদি তাকাও আজকে একটু

না-হওয়া প্রেম আবার হয়তো দিতে পারে সাড়া। 


তুমি চাইলেই হাত ধরছো 

হলদে আঙুল ভিজে যাচ্ছে

আঙুল ফাঁকে ঘামের মতো অবিরাম বৃষ্টির ছাঁট।

ভেঙে চৌচির কারো মন

কারো বা ভাঙছে বিশ্বাস

ভেঙে যায় কোথাও কোথাও কতো বাজার-হাট।


এই বর্ষার মেঘ মিছিল

উপেক্ষা করা যাচ্ছে না 

বুকের ভিতরে যদিও জ্বলছে আগুন সারা দিন।

এই বর্ষা থেমে যাবে 

বৃষ্টিও আর ঝরবে না 

তবু এই বর্ষার কাছেই থাকছে আমার যাবতীয় ঋণ। 

Comments