এই বর্ষায় ৩



আমি ভেঙে ফেলেছি তোমাকে
তুমিও করেছো আমায় চুরমার,
প্রতিদিন আমরা মুখোমুখি হবো
তবু আমাদের দেখা হবে না আর।

আমি ভিজিয়ে দিয়েছি তোমায়
তুমি গলে গেছো মাটির মতো,
জল ঢেলেছো তুমি আমার সাধে
ঠেলে গেছো পেছনে সতত।

আমি করেছি আগুন জ্বালার দোষ
তুমি সব পুড়ে করেছো ছারখার।
প্রতিদিন আমরা মুখোমুখি হবো
তবু আমাদের দেখা হবে না আর।

যতোই ঝড়ুক বৃষ্টি এবার বর্ষায়
তুমি ভিজবে না পুরোনো জলে,
আমিও ফিরিয়ে নিয়েছি মুখ
ভিড়েছি একলা চলাদের দলে।

Comments