আমি তোমার কোথাও নেই


দূরতম অনিচ্ছায়ও যদি
তোমার সামান্য মন খারাপ হয়,  দেখো- তোমার জানলা দিয়ে মেঘ ঢুকে আসে তোমার সিঁড়ি দিয়ে তীব্র আলো দৌড়ে আসে তোমার ভেন্টিলেটর দিয়ে জোসনার জোয়ার নামে; কিন্তু সেখানে আমার কোনো জায়গা নেই।


তুমি যদি হঠাৎ আনন্দে ভাসতে থাকো, 

দেখো-

আকাশ ঝলমল করে ওঠে কী রকম

বাতাসে কেমন স্বর্গীয় ঢেউ ওঠে

পাখিগুলো কেমন ঝাঁক বেঁধে গাইতে শুরু করে;

কিন্তু আমার কোনো জায়গা নেই সেখানে।


এই সব ভাবতে ভাবতে মনে হয়

এই সব কেনো ভাবি!?


তোমার কোথাও যে আমার কোনো জায়গা নেই,

এ তো এক ধ্রুব সত্য,

তোমার কোথাও যে আমার কোনো জায়গা নেই,

এ তো এক চিরন্তন ব্যাপার… 

Comments